ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ট্রাক্টরের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় দুই যাত্রী নিহত  

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
ঈশ্বরদীতে ট্রাক্টরের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় দুই যাত্রী নিহত  

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রাক্টরের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছে। এছাড়াও মাইক্রোবাসের চালকসহ আহত হয়েছে আরও দু’জন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিকসাড়ে নয়টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়ার কালিকাপুর পাবনা চিনিকলের সামনে এই দুর্ঘটনা ঘটে।  

নিহত দু'জন হলেন- পাবনা শহরের কুটিপাড়া এলাকার মৃত হাকিম শেখের ছেলে আ রউফ শেখ জাহাঙ্গীর (৫৮) মৃত আবুল হোসেন সরকারের ছেলে মনোয়ার হোসেন রঞ্জু (৫৫)।

পাকশি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির বাংলানিউজকে জানান, শনিবার (১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টার দিকে একটি  যাত্রীবাহী মাইক্রোবাস পাবনা থেকে ঈশ্বরদী আসছিল। এসময় দাশুড়িয়া চিনিকলের সামনে পাবনা-ঈশ্বরদী  মহাসড়কে একটি ট্রাক্টর দাড়িয়ে ছিল। বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা মাইক্রোবাসটি গতি নিয়ন্ত্রণ না করতে পেরে পিছন থেকে সজোড়ে ধাক্কা দেয়। এসময় মাইক্রোবাসটি দুমড়ে মুচরে গেলে মাইক্রোবাসের পাঁচ যাত্রী গুরুতর আহত হয়। এসময় কৌশলে ট্রাক্টরের চালক ও হেলপার পালিয়ে যায়।  
খবর পেয়ে পাকশি হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে দুই যাত্রীর মৃত্যু হয়। চালকসহ বাঁকী দুইজন যাত্রীকে পাবনা জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।  

পাকশি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করে জানান, ট্রাক্টরের চালক-হেলপার পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।  


বাংলাদেশ সময়: ০৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১

কেআই /এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।