ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় এক টাকার বড়শিতে ২৯ হাজার টাকার পাঙ্গাশ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
বরগুনায় এক টাকার বড়শিতে ২৯ হাজার টাকার পাঙ্গাশ

বরগুনা: বরগুনার বলেশ্বর নদী থেকে এক টাকা দামের একটি বড়শি দিয়ে ৩২ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ শিকার করেছেন কবির নামে এক ব্যক্তি।  

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে বলেশ্বর নদীর পদ্মা সুইচ এলাকা থেকে মাছটি ধরা হয়।

পরে মাছটি ২৯ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

এ বিষয়ে কবির বলেন, বলেশ্বর নদীতে আমি নিয়মিত বড়শি দিয়ে মাছ শিকার করি। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে আমি বড়শি ফেলে রেখেছিলাম। সকাল ৬টার দিকে বড়শি তুলতে গিয়ে দেখি বিশাল মাছটি বড়শিতে ধরা পড়েছে। এক টাকা দিয়ে বড়শি কিনে এতো বড় মাছ পেয়ে খুব ভালো লাগছে।

দুপুরে মাছটির ক্রেতা ইউনুস বলেন, মাছটি আমি ২৯ হাজার টাকায় কিনে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কেটে বিক্রি করার জন্য নিয়েছি। মাছটি দেখার জন্য উৎসুক জনতা বাজারে ভিড় করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।