ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভবন থেকে পড়ে ঢাবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
ভবন থেকে পড়ে ঢাবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা: রাজধানীর বনানীতে একটি ভবনের সিঁড়ির ফাঁকা দিয়ে পড়ে আফসিন তৃষা (২৭) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএ বিভাগের সাবেক এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বাংলানিউজকে বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর আউয়াল টাওয়ার থেকে পড়ে এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করি।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি নিহত ওই নারীর নাম আফসিন তৃষা। তিনি বিবাহিত ছিলেন। এছাড়া তিনি ঢাবির আইবিএ বিভাগের সাবেক শিক্ষার্থী। গত এক সপ্তাহ আগে তার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি হয়েছিল। আউয়াল টাওয়ারেই তার অফিস ছিল। কিন্তু কীভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি আমরা এখনো নিশ্চিত নই। পুরো বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।  

ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান ওসি নুরে আজম।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।