ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কমলগঞ্জে বেইলি ব্রিজের পাটাতন খুলে পড়ায় যান চলাচল বন্ধ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
কমলগঞ্জে বেইলি ব্রিজের পাটাতন খুলে পড়ায় যান চলাচল বন্ধ কমলগঞ্জে বেইলি ব্রিজের ৩ পাটাতন খুলে পড়ায় যান চলাচল বন্ধ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বেইলি ব্রিজের তিনটি পাটাতন খুলে পড়েছে। এতে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর অঞ্চলের সঙ্গে শ্রীমঙ্গলের সড়কপথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় সংলগ্ন খিন্নীছড়ার ওপরের স্টিল বেইলি ব্রিজের তিনটি পাটাতন খুলে পড়ে। এ ঘটনার পর থেকে শমসেরনগর-কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে সরাসরি সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, ভোরে কোনো ভারী যানবাহন পারাপারের সময় বেইলি ব্রিজের তিনটি পাটাতন খুলে যায়। এক বছর আগেও এ বেইলি ব্রিজের দু’টি পাটাতন খুলে যায়। সেটি সংস্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।  এলাকাবাসীর দাবি, এখানে স্থায়ীভাবে সিসি ঢালাই ব্রিজ নির্মাণ করতে হবে।

এদিকে, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, ‘দ্রুত মেরামতকারী একটি দল ঘটনাস্থলে যায়। বেইলি ব্রিজের খুলে যাওয়া পাটাতন নতুন করে স্থাপন করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হচ্ছে। ’

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশেকুল হক বাংলানিউজকে বলেন, ‘রোডস অ্যান্ড হাইওয়েকে বলে দিয়েছি, যত দ্রুত সম্ভব সেতুটি মেরামত করে যান চলাচল চালু করতে। আশা করছি, বিকেল ৩টার ভেতর সেতুটি ঠিক হয়ে যাবে। ’

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
বিবিবি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।