ঢাকা: বিয়ে নিয়ে বিতর্কের মুখে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিম সুলতানা তাম্মি। তারা দাবি করেছেন, আমরা দু'জনই প্রাপ্ত বয়স্ক।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে নাসির-তামিমার এমন প্রতিক্রিয়ার পরই একটি বেসরকারি টেলিভিশনের নিয়মিত লাইভ অনুষ্ঠানে মুখ খুলেছেন তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। তিনি তামিমার মুখোশ খুলে দিতে চান বলে জানিয়ে বলেন, আমি আমার বউকে ফেরত চাচ্ছি না কিন্তু পুরো দুনিয়ার সামনে তার মুখোশ খুলে দিতে চাই।
এতে তার কী লাভ জানতে চাইলে রাকিব বলেন, মুখোশ খুলে লাভ আমার একার না, সমগ্র পুরুষ জাতির লাভ। যেসব বউরা এমন করতে চায়, যাদের চরিত্র ভালো না তারা সাবধান হবে। আর যারা অন্যদের বউকে নিয়ে যেতে চায় তারাও সাবধান হবে।
বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
আরআইএস