ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে রাস্তা থেকে নারীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
মোহাম্মদপুরে রাস্তা থেকে নারীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে রাস্তা থেকে অজ্ঞাত এক নারীর (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালের দিকে এ বিষয়ে কথা হয় মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামের সঙ্গে।

তিনি জানান, বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে মোহাম্মদপুর তাজমহল রোড ১২/১২ বাড়ির সামনের রাস্তা থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণও এখনো জানা যায়নি। তবে দেখে মনে হচ্ছে নিহত নারী ভবঘুরে নয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।