ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গী থেকে আড়াই কেজি হেরোইনসহ আটক ২ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
টঙ্গী থেকে আড়াই কেজি হেরোইনসহ আটক ২ 

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে আড়াই কেজি হেরোইনসহ যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।  

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) র‌্যাব-১ এর সহকারি পরিচালক  ও কোম্পানি কমান্ডার মো. মোর্শেদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

গ্রেফতাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর থানার লক্ষীপুর জামাদারপাড়া এলাকার মো. আব্দুর রহিমের ছেলে মো. মোশারফ (২৬) ও লক্ষীপুর এলাকার রেজাউল খানের ছেলে মো. তরিকুল ইসলাম (২৩)।  

এতে আরও জানানো হয়েছে, মাদক চক্রের কিছু সদস্য চাঁপাইনবাবগঞ্জ থেকে হেরোইনের চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসছে এমন খবর পেয়ে র‌্যাব-১ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন সিডিএল ভবনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে  চেকপোস্ট স্থাপন করে। এক পর্যায়ে চালের বস্তা বোঝাই একটি ট্রাকসহ ওই দুইজনকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুই কেজি ৬৩০ গ্রাম হেরোইন, তিনটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য বলে জিজ্ঞাসাবাদে র‌্যাব-১ কে জানায়। তাদের অন্য সহযোগীরা চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে হেরোইন দেশে নিয়ে আসে। পরবর্তীতে হেরোইনের চালানগুলো কৌশলে বিভিন্ন পণ্যবাহী গাড়িতে করে ঢাকাসহ দেশের মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকে।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।