ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে গাঁজাসহ ইউপি চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
গোপালগঞ্জে গাঁজাসহ ইউপি চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার

গোপালগঞ্জ: গোপালগঞ্জে গাঁজাসহ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. গোলাম সরোয়ার মোল্লাকে (৩৩) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি টুঙ্গিপাড়া উপজেলার ১ নম্বর কুশলী ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থী।  

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিধান কান্তি হালদার স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে ৩ মাসের সাজা দেন। তিনি কুশলী গ্রামের আ. রশিদ মোল্লার ছেলে।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. নাজমুল হাসান খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুশলি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় গোলাম সরোয়ারকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।  

তিনি আরো জানান, সাজাপ্রাপ্ত গোলাম সরোয়ার মোল্লা নিজেকে কুশলী ইউনিয়নের নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগাম প্রচারণামূলক কার্যক্রম চালাচ্ছিলেন।

এছাড়া গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী লালন শেখকে (৪০) গ্রেফতার করা হয়। তাকেও ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিধান কান্তি হালদার তিন মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাজা প্রদানের পর তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।