ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অসচ্ছল শিল্পীদের ভাতার আওতা বাড়ানোর সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
অসচ্ছল শিল্পীদের ভাতার আওতা বাড়ানোর সুপারিশ

ঢাকা: করোনা মহামারি প্রাদুর্ভাবের কারণে বিকল্প ব্যবস্থায় অসচ্ছল শিল্পীদের ভাতার আওতা বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, সাগুফতা ইয়াসমিন এবং অসীম কুমার উকিল অংশ নেন।

শিল্পকলা একাডেমি কর্তৃক প্রাথমিকভাবে ২০/২৫টি উপজেলার সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের জন্য দ্রুত ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করে ডিপিপি পাশের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানোর সুপারিশ করা হয়। এছাড়া করোনা মহামারি প্রাদুর্ভাবের কারণে বিকল্প কোনো ব্যবস্থায় অসচ্ছল শিল্পীদের ভাতার আওতা বাড়ানো যায় কিনা তা যাচাই করার সুপারিশ করা হয়েছে।

বৈঠকে বান্দরবান ও খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও আলোচনা করা হয়। ইনস্টিটিউট ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, প্রতিযোগিতা, কর্মশালা, অনুষ্ঠান ও উৎসব উদযাপনের কার্যক্রম নেওয়া হয় বলে জানানো হয়।

এছাড়া ‘বান্দরবান পার্বত্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণ’ শীর্ষক কর্মসূচির আওতায় বান্দরবান পার্বত্য জেলার ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর হস্তশিল্প, কারুপণ্য ও ব্যবহার্য সামগ্রী সংগ্রহ ও সংরক্ষণপূর্বক তার সঠিক মূল্যবান নিশ্চিত করে তা বাজারজাতকরণের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে সুপারিশ করে কমিটি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় জাদুঘর ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।