ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পরকীয়ার সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
পরকীয়ার সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী আটক

লালমনিরহাট: পরকীয়া প্রেমের সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগে খাদিজা বেগম (২৩) নামে এক গৃহবধূকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ মন্ডলেরহাট এলাকার স্বামীর বাড়ি থেকে অভিযুক্ত স্ত্রীকে আটক করে পুলিশ।

তিনি ওই এলাকার রাসেল মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ মন্ডলেরহাট এলাকার শাহজাহান আলীর ছেলে রাসেল মিয়ার (৩০) সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় খাদিজা বেগমের। কিছুদিন ধরে স্বামী রাসেলের ওপর পরকীয়া প্রেমের অভিযোগ তোলেন স্ত্রী খাদিজা বেগম। এ নিয়ে কয়েক দিন ধরে তাদের সংসারে বিবাদ চলছিল। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে খাবার শেষে ঘুমিয়ে যান স্বামী রাসেল মিয়া। হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে স্বামী রাসেল মিয়ার পুরুষাঙ্গ কর্তনসহ মাথায় ও বাম চোখে কোপ দেন খাদিজা বেগম। তখন রাসেলের চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার পরিবারের খবরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্ত্রী খাদিজা বেগমকে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান আহত রাসেলের পরিবার।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বাংলানিউজকে বলেন, আহত রাসেলের পরিবারের মৌখিক অভিযোগে স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে। আহত রাসেলের পুরুষাঙ্গসহ মাথায় ও বাম চোখে পর্যাপ্ত জখম হয়েছেন। স্ত্রীর সঙ্গে আরো কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।