ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জীবননগরে গলা কেটে গৃহবধূকে হত্যা, স্বামী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
জীবননগরে গলা কেটে গৃহবধূকে হত্যা, স্বামী গ্রেফতার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরর ১২ ঘণ্টার মাথায় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে তাকে ঈশ্বরদী রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আব্দুস সালাম জীবননগর উপজেলার শিংনগর গ্রামের মৃত সফর সর্দারের ছেলে। তিনি ও তার স্ত্রী তানজিলা খাতুন আকন্দবাড়ীয়ার আবাসনে থাকতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের একটি দল পাবনার ঈশ্বরদী রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে স্ত্রীকে হত্যার দায়ে পলাতক আসামি স্বামী আব্দুস সালামকে গ্রেফতার করা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বাংলানিউজকে জানান, গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের পর একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার অন্যতম আসামি নিহতের স্বামী আব্দুস সালামকে ধরতে মাঠে নামে পুলিশের একাধিক দল। বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, আব্দুস সালামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতের কথা স্বীকার করেছেন। পারিবারিক কলহের কারণে তিনি নিজেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

গত ২২ ফেব্রুয়ারি মাঠে কাজ করার নাম করে গৃহবধূ তানজিলাকে ডেকে নিয়ে যান স্বামী আব্দুস সালাম। সেদিন থেকেই তারা আর বাড়ি ফেরেনি। নিখোঁজ থাকার দুইদিন পর গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।