ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে ইয়াবাসহ ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
হাজীগঞ্জে ইয়াবাসহ ২ যুবক আটক আটক দুই যুবক

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা শহর থেকে ৩ হাজার ৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বাংলানিউজকে বিষয়টি জানান।

আটকরা হলেন- ওই উপজেলার বড়কুল ইউনিয়নের সেন্দ্রা ঘাসিপুর এলাকার বাচ্চু মিয়ার বাদশা ওরফে রাজু (২৫) ও পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মোকিবাদ এলাকার মিজানুর রহমানের ছেলে মো. রাসেল (২৬)।

ওসি হারুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে হাজীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজু ও রাসেলকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। বৃস্পতিবার দুপুরে তাদের নামে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।