ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৯০০ লিটার চোলাই মদসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
রাজধানীতে ৯০০ লিটার চোলাই মদসহ আটক ৪

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া ও ওয়ারিতে পৃথক অভিযানে ৯০০ লিটার চোলাই মদসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

গেন্ডারিয়া থেকে আটকরা হলেন-সুধন চন্দ্র দাশ (৫০) ও মঞ্জু মিয়া (৩৩)।

ওয়ারি থেকে আটকরা হলেন-আব্দুল করিম ফকির (৪৯) ও ইকবাল হোসেন (৫০)।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টায় র‌্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার গেন্ডারিয়া থানার ডিস্টিলারী রোড এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে ৬৫০ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও দুই হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই দিন বেলা সোয়া ১২টায় র‌্যাব-১০ এর আর একটি দল রাজধানীর ওয়ারি থানার লালচাঁন মোকাম লেন টিপু সুলতান রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে ২৫০ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও তিন হাজার ৪৫৫ টাকা উদ্ধার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা পেশাদার চোলাই মদ ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ গেন্ডারিয়া ও ওয়ারিসহ পুরান ঢাকা এলাকায় চোলাই মদ সরবারহ করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।