ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্র‌কৌশলী প‌রিচ‌য়ে প্রতারণা, এলজিইডির অফিস সহকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
প্র‌কৌশলী প‌রিচ‌য়ে প্রতারণা, এলজিইডির অফিস সহকারী আটক

ব‌রিশাল: এলজিইডির অফিস সহকারী হয়ে নিজেকে প্রকৌশলী পরিচয় দিয়ে ভবন মালিকদের কাজ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাকালে আবদুস সবুর খান নামে এক প্রতারককে হাতেনাতে ধরেছে নগর উন্নয়ন কর্তৃপক্ষ।

আটক আবদুস সবুর ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আনইলবুনিয়া এলাকার মৃত আবদুস সোবাহান খানের ছেলে ও বানারীপাড়া উপজেলা প্রকৌশল দপ্ত‌রের (এলজিইডি) অফিস সহকারী ব‌লে প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে।

তিনি বরিশাল নগ‌রের বৈদ্যপাড়া এলাকার বসবাস করে আস‌ছেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা কাজী মোয়াজ্জেম হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবদুস সবুর নগরের বিভিন্ন এলাকায় নিজেকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রকৌশলী পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে ভবন মালিকদের নানাভাবে হয়রারি করে আসছিলেন। প্ল্যান পাস করিয়ে দেওয়া ও ক্রুটির কারণে আটকে থাকা প্ল্যান ছাড়িয়ে দেওয়ার নামে ভবন মালিকদের কাজ থেকে টাকা হাতিয়ে নিতেন।

সম্প্রতি নগরের ২৩নম্বর ওয়ার্ডের আ‌জি‌জিয়া হাউ‌জিংয়ে আঞ্জুমান আরা বেগম নামে এক ভবন মালিকের কাছে যান সবুর এবং নি‌জে‌কে সি‌টি কর‌পো‌রেশ‌নের ফ‌রিদ মাহামুদ না‌মে এক প্র‌কৌশলী হি‌সে‌বে প‌রিচয় দেন। এসময় প্ল্যান বহির্ভূতভাবে ভবন নির্মাণ করার অভিযোগ তুলে আঞ্জুমান আরা বেগমকে হয়রা‌নি শুরু ক‌রেন সবুর এবং প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার চেস্টা করেন। এতে ওই ভবন মালিকের সন্দেহ হলে বিসিসি কর্তৃপক্ষকে জানান।

পরবর্তীতে বিসিসি কর্মকর্তারা তাকে বৃহস্পতিবার দুপুরে কৌশলে নগর ভবনে এনে জিজ্ঞাসাবাদ করলে সবুর তার সব অপকর্মের কথা স্বীকার করেন। এ ঘটনায় মামলা দায়েরসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান কাজী মোয়াজ্জেম হোসেন।

এ‌দি‌কে, বানারীপাড়া উপ‌জেলা প্র‌কৌশলী মো. হুমায়ুন ক‌বির জানান, সবুর বর্তমা‌নে নির্বাহী প্র‌কৌশলীর কার্যাল‌য়ে র‌য়ে‌ছেন। আ‌গে তিনি এখা‌নে ছি‌লেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।