ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
সিরাজগঞ্জে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নিখোঁজ হওয়ার আটদিন পর হাসান আলী (২৪) নামে সিএনজিচালিত অটোরিকশা চালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা সদর উপজেলার নতুন ফুলবাড়ী গ্রামে একটি কদম গাছের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

হাসান সিরাজগঞ্জ পৌরসভা এলাকার সয়াধানগড়া উত্তর মহল্লার সেলিমের ছেলে। তিনি গত ১৮ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, নতুন ফুলবাড়ী চরের মধ্যে একটি কদম গাছের বাগানে গলিত মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।  

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার জানান, গত ১৭ ফেব্রুয়ারি থেকে অটোরিকশা চালক হাসান নিখোঁজ ছিলেন। তবে বিষয়টি পরিবারের কেউ থানায় জানায়নি। ধারনা করা হচ্ছে, আট-নয়দিন আগেই তাকে হত্যা করে পরিত্যক্ত এই বাগানে ফেলে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।