ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে ৫ পলাতক আসামি গ্রেফতার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
শ্রীমঙ্গলে ৫ পলাতক আসামি গ্রেফতার

মৌলভীবাজার: মৌলভীবাজার থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার পাঁচ পলাতক আসামি আটক হয়েছেন।
 
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল থানার বিভিন্ন স্থানে অভিযান চলার সময় এসব আসামি আটক করা হয়।


 
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান শ্রীমঙ্গল সার্কেলের দিকনির্দেশনায় শ্রীমঙ্গল থানার আভিযানিক দল জিআর পরোয়ানাভুক্ত আসামি সোহেল মিয়া, সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. আব্দুল হাশিম, ফৌ. কা. বি. আইনের ১৫১ ধারা মোতাবেক আসামি মকলেছুর রহমান, পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক আসামি মো. গিয়াস উদ্দিন ও আসামি মো. রাজ্জাক মিয়াকে আটক করে।

পরে আটক আসামিদের মৌলভীবাজার কোর্টহাজতে পাঠানো হয়।
 
বাংলাদেশ সময়: ২১৫৫ঘণ্টা,  ফেব্রুয়ারি ২৫, ২০২১
বিবিবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।