ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ছুরিকাঘাতে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
মাগুরায় ছুরিকাঘাতে একজনের মৃত্যু

মাগুরা: মাগুরা শহরের বরুনাতৈল এলাকার দিন মজুর আকামত মোল্ল্যাকে (৬০) তুচ্ছ ঘটনায় একই এলাকার যুবক ইশারত শেখ উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যা করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদিন জানান, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি)  সন্ধ্যা পৌনে ৭ টার দিকে নিহত আকামত বাড়ির সামনের আলালের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন।

এ সময় একই এলাকার জালাল শেখের ছেলে সন্ত্রাসী ইশা নামের এক যুবক কথা কাটাকাটি নিয়ে একাধিক ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়।

 দ্রুত তাকে স্থানীয় লোকজন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। ঘাতককে আটকের চেষ্টা চলছে।

নিহতের ছেলে নাসিরুল জানান, তার পিতার সঙ্গে কোনো পূর্ব বিরোধ ছিল না। তবে ঘাতক পূর্বে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে একাধিকবার জেল হাজতে ছিল।

বাংলাদেশ সময়: ০৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
জেআইএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।