ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২

বগুড়া: বগুড়ার দুঁপচাচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার নঁওগা-বগুড়া মহাসড়কে কৃষিগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দুপচাঁচিয়া উপজেলার বেলহালী গ্রামের ফজলুর রহমানের ছেলে মুক্তার হোসেন (৩৫) ও মোরগ্রামের আব্দুল কাদেরের ছেলে রবিউল ইসলাম (৩২)।

জানা যায়, শুক্রবার দুপুরে নঁওগা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ফাঁকা ট্রাক কৃষিগাড়ি এলাকায় অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। চাপা দেওয়া ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিবার থেকে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাক চালককে আটক করতে অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
কেইউএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।