ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ি সীমান্ত থেকে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
ফুলবাড়ি সীমান্ত থেকে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ফুলবাড়ি এলাকা থেকে আড়াই কেজি ওজনের ১১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।  

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে ওই সীমান্ত এলাকার বুইচিতলা গ্রামের রাস্তার উপর থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজিবি জানায়, ফুলবাড়ী সীমান্ত দিয়ে স্বর্ণের বড় চালান পারাপার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে বৃহস্পতিবার রাতে ফুলবাড়ী সীমান্তের বুইচিতলা গ্রামের পাঁকা রাস্তার উপর থেকে ২ কেজি ৪১৬ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি জানান, ২ কেজি ৪১৬ গ্রাম স্বর্ণের পরিমাণ ২০৭ ভরি ২ আনা ২ রতি। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৯২ টাকা। তিনি নিজেই বাদী হয়ে মামলা দায়েরের পর উদ্ধারকৃত স্বর্ণ দর্শনা থানায় জমা দিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।