ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কৃষকদের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
কৃষকদের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার

বাগেরহাট: বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেছেন, বিএনপি-জোট সরকারের আমলে সারের দাবিতে আয়োজিত মিছিলে গুলি করে কৃষকদের খুন করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিতে প্রতিবছর শত-শত কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।

বর্তমান সরকার দেশের কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।  

কৃষকদের উন্নয়নসহ দেশের কল্যাণে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাগেরহাট জেলা কৃষকলীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাগেরহাট জেলা কৃষকলীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফ আশ্বাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক শামিমা সুলতানা, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসরাম পানু, সহ-প্রচার সম্পাদক নুরুল ইসরাম বাদশা, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহফুজা সুলতানা রুবী, জেলা কমিটির সদস্য মনি মল্লিক প্রমুখ।

বর্ধিত সভায় বাগেরহাট জেলা কৃষকলীগের নেতা-কর্মীসহ বিভিন্ন উপজেলার নেতারা অংশগ্রহণ করেন।
 
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।