ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পৃথক দুর্ঘটনায় চৌদ্দগ্রামে নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
পৃথক দুর্ঘটনায় চৌদ্দগ্রামে নিহত ৩

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রেনের ধাক্কায় ও সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

নিহত তিনজন হলেন- ট্রেনের ধাক্কায় উপজেলার গুণবতী ইউনিয়নের কৈতরা গ্রামের আবু মিয়ার ছেলে ইউসুফ (২০) ও সড়ক দুর্ঘটনায় বগুড়া সদর উপজেলার চরজপুর গ্রামের আবু তৈয়বের ছেলে মনির হোসেন (২৫) ও অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. খোকন সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপ ভ্যানের হেলপার মনির হোসেন নিহত হন।

এছাড়া বিকেলে মহাসড়কের পদুয়া-লাটিমি রাস্তার মাথা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চৌদ্দগ্রামের গুণবতী রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের কৈতরা গ্রামের আবু মিয়ার ছেলে ইউসুফ নিহত হয়েছেন। এ নিয়ে গত দু’দিনে গুণবতী রেলস্টেশনে তিনজন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।