ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ক্রিকেট নিয়ে বচসা, ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
ক্রিকেট নিয়ে বচসা, ছুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লা: ক্রিকেট খেলা নিয়ে বিবাদের জেরে কুমিল্লা নগরের দক্ষিণ ঠাকুরপাড়ায় ছুরিকাঘাত মো. আমিন হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত আমিন কুমিল্লার মুরাদনগর উপজেলার দারাবাজার এলাকার মো. নোয়াব আলীর ছেলে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ ঠাকুরপাড়া এলাকায় খেলার মাঠে তাকে ছুরিকাঘাত করে বখাটে কয়েকজন যুবক। এরপর স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে উপযুর্পরি ছুরিকাঘাত করে তাকে হত্যা করে স্থানীয় বখাটে পারভেজ ও আরমান।

কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) বিল্লাল হোসেন জানান, মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ঘাতককে গ্রেফতার করার জন্য অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।