ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

চলে গেলেন রত্নগর্ভা মা নির্মলা রানী রায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
চলে গেলেন রত্নগর্ভা মা নির্মলা রানী রায়

ফরিদপুর: ফরিদপুরের রত্নগর্ভা মা নির্মলা রানী রায় আর নেই। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত আটটায় ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসভবনে পরলোক গমন করেন তিনি।

ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সমবায় বিভাগের রাজশাহী অঞ্চলের অবসরপ্রাপ্ত উপ-নিবন্ধক (বিচার) বীর মুক্তিযোদ্ধা অর্দ্ধেন্দু শেখর রায়ের স্ত্রী নির্মলা রানী রায় ২০১৯ ও ২০২০ সালে পর পর দুবার রত্নগর্ভা মা মনোনীত হন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ছয় জন ছেলে, ছয় জন পুত্রবধূ, ১২ জন নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী-শুভানুধ্যায়ী রেখে গেছেন।

প্রয়াত নির্মলা রানী রায়ের ছয় ছেলের মধ্যে আইনজীবী দুজনই ফরিদপুর জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)। তারা হচ্ছেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট অনিমেষ রায় ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি অ্যাডভোকেট অলোকেশ রায়। শিক্ষকতা পেশায় যুক্ত অপরেশ রায় অপু ফরিদপুর সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের অধ্যক্ষ-পরিচালক। সাংবাদিকতা পেশায় কর্মরত অন্য তিনজন হচ্ছেন, দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার অমরেশ রায়, অনলাইন নিউজপোর্টাল সারাক্ষণের সিনিয়র সাংবাদিক অশোকেশ রায় এবং দৈনিক জনকণ্ঠের ফরিদপুর জেলার নিজস্ব সংবাদদাতা অভিজিৎ রায়।

পারিবারিক সূত্র জানায়, শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে প্রয়াত নির্মলা রানী রায়ের মরদেহ কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার এক্তারপুর গ্রামের নিজ শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে দুপুরে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।