ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় লেখক মুশতাক আহমেদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় লেখক মুশতাক আহমেদ

ঢাকা: কাশিমপুর কারাগারে মৃত্যু লেখক মুশতাক আহমেদকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) লালমাটিয়ার ‘সি’ ব্লকের মিনার মসজিদে জানাজা শেষে রাত পৌনে ১০টার দিকে তাকে দাফন করা হয়।

এসময় তার পরিবারের সদস্য এবং বন্ধুরা উপস্থিত ছিলেন।

তার স্বজনরা জানিয়েছেন, মুশতাক আহমেদের আত্মীয়-স্বজনদের মধ্যে যারা মারা গেছেন তাদেরও আজিমপুরে দাফন করা হয়েছিল।

ডিজটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়ে কারাগারে থাকা অবস্থায় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মুশতাক আহমেদের মৃত্যু হয়। কারাগারে লেখকের মৃত্যুকে ‘হত্যা’ ধরে নিয়ে আন্দোলন চলছে। এ নিয়ে শাহবাগে শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিল বের করা হলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।