ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু

ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসার ছাদ থেকে পড়ে গিয়ে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই তরুণী মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে ধানমন্ডির একটি বাসার ছাদ থেকে পড়ে গিয়ে মালয়েশিয়ার প্যাসিফিক ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হন। নিহতের মরদেহ গ্রীনরোডের গ্রিনলাইফ হাসপাতালে আছে। আমরা তার মৃত্যুর কারণ জানার চেষ্টা করছি।

এটি একটি রহস্যজনক মৃত্যু। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যরা জানান, ভিকটিম মালয়েশিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। করোনার সময় দেশে এসেছিলেন। দেশে আসার পর থেকেই একই ভবনের অন্য ফ্ল্যাটের একটি ছেলে তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো। এ বিষয়ে ছেলেটির পরিবারকে একাধিকবার জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।