ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
মোহাম্মদপুরে ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে সবুজবাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৩ হাজার ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭ টায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- তারেক আজিজ (২৪) ও মোবারক হাওলাদার ওরফে বাবু (৩৫)।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক (এএসপি) মো. আবদুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে র‌্যাব-২ একটি দল মোহাম্মদপুর থানার কলেজ গেইট বাসস্ট্যান্ড এলাকার সামনে সবুজবাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায়। অভিযানে দুই মাদক বিক্রেতাকে ১৩ হাজার ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। যার বাজার মূল্য প্রায় ৩৯ লাখ ১৫ হাজার টাকা। বাসটি জব্দ করা হয়েছে।

আসামিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তাদের অন্য সহযোগীরা কক্সবাজার জেলা বিভিন্ন এলাকা দিয়ে অবৈধভাবে ইয়াবা নিয়ে আসে। পরবর্তীতে ইয়াবার এইসব চালানগুলো কৌশলে বিভিন্ন পরিবহনের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে থাকে।  

র‌্যাব-২ এর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবেও বলে জানান এএসপি আবদুল্লাহ আল মামুন।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।