ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
কুষ্টিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় শহর আলী শেখ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

নিহত শহর আলী শেখ উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের নওদা তালবাড়ীয়া এলাকার মৃত ফকির শেখের ছেলে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের কদমতলা সংলগ্ন জ্যোতি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকেলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হান্নান মন্ডল ৫শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন দিচ্ছিলেন। ঘটনাস্থল দিয়ে শহর আলী শেখ রাস্তা পার হতে গেলে শোডাউনের এক মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় মোটরসাইকেল চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, পুলিশ মোটরসাইকেলটিকে জব্দ করেছে। সেইসঙ্গে নিহতের মরদেহটি উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।