ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে পিকআপভ্যান চাপায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
কিশোরগঞ্জে পিকআপভ্যান চাপায় কিশোর নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় পিকআপভ্যানের চাপায় শুভ (১৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহত শুভ পাকুন্দিয়া উপজেলার বিশুআটি এলাকার আব্দুল আজিজের ছেলে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে আরেকজন সঙ্গী নিয়ে মোটরসাইকেল করে বাড়ির দিকে যাচ্ছিলেন শুভ। এসময় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় মোটরসাইকেলটিকে একটি পিকআপভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শুভর মৃত্যু হয়। আহত অপরজনকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।