ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কলাবাগানে ছাত্রীর মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
কলাবাগানে ছাত্রীর মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা

ঢাকা: রাজধানীর কলাবাগে একটি বাসার ছাদ থেকে ফেলে দিয়ে তাজমিয়া মোস্তফা মৌমিতা (১৯) নামের এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মৌমিতা মালয়েশিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতো।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৌমিতা নামের এক শিক্ষার্থীর মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করেছি। পরিবার ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ধানমন্ডি গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মৌমিতার ফুফা হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, মৌমিতা স্বপরিবারে মালয়েশিয়া থাকতো। দুই মাস আগে বাবা মো. শামীমের সঙ্গে ঢাকার ধানমন্ডি ৮ নম্বর রোডের ২ নম্বর বাসায় থাকতো। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলায়।

তিনি জানান, সন্ধ্যায় সংবাদ পাই ছাদ থেকে পরে মারা গেছে মৌমিতা। কিন্তু ছাদ পরে মারা যাওয়ার মত কোন কারণ পাইনি।

অভিযোগ করে হুমায়ুন আরও জানান, একই বাসার পাঁচ তলার ভাড়াটিয়া এক যুবক মৌমিতাকে উক্ত্যাক্ত করতো। এ ব্যাপারে তার পরিবারকে জানানো হলেও তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের ধারণা ওই যুবক মৌমিতাকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

>>> ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।