ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় হেরোইনসহ মাদক বিক্রেতা গ্রেফতার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
আশুলিয়ায় হেরোইনসহ মাদক বিক্রেতা গ্রেফতার

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় এক হাজার পুরিয়া হেরোইনসহ রাশেদ মোল্লা (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন-অর-রশিদ।

এর আগে, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার বগাবাড়ি এলাকার আমেরিকার প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার রাশেদ আশুলিয়ার জামগড়া এলাকার রুকম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এসআই হারুন-অর-রশিদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হেরোইন নিয়ে বগাবাড়ি এলাকার আমেরিকার প্লাজার সামনে বিক্রির উদ্দেশ্যে দাড়িয়ে আছে রাশেদ। পরে রাতে অভিযান চালিয়ে সাদা পলিথিনে মোড়ানো এক হাজার পুরিয়া হেরোইনসহ তাকে আটক করা হয়।

তিনি বলেন, গ্রেফতার রাশেদ বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য এনে আশুলিয়ায় বিক্রি করতো। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে ও তাকে আদালতেও পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।