ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
সিলেটে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন

সিলেট: সালিশ বৈঠক থেকে ফেরার পথে সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে ইন্তাজ আলী (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।  

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের গুচ্চগ্রামে এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, খুনের ঘটনার পর পরই অভিযান চালিয়ে আরজদ আলীকে আটক করা হয়েছে। তিনি একই গ্রামের কেরামত আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মুজিবুর রহমান চৌধুরী বাংলানিউজকে বলেন, আরজদ দাম্পত্য সমস্যা নিয়ে শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সালিশ বৈঠক হয়। বৈঠকে নিহত ইন্তাজ পঞ্চায়েতের একজন ছিলেন। বিচারে ইন্তাজের কথাবার্তা আরজদের বিপক্ষে তথা স্ত্রীর পক্ষে চলে যায়। যে কারণে বৈঠক শেষে আরজদ ছুরিকাঘাত করে তাকে হত্যা করেন। ইন্তাজের ডান পায়ের উরুতে, পিঠে ও ডান হাতে ছুরিকাঘাত করেন আরজদ। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।