ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সিসিকের সাবেক সচিব মুহিবুর রহমান আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
সিসিকের সাবেক সচিব মুহিবুর রহমান আর নেই

সিলেট: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আনম মনছুফের বাবা ওই প্রতিষ্ঠানের সাবেক সচিব মো. মুহিবুর রহমান আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)।  

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।  

তার বয়স ছিলো ৭৯ বছর। তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহি রেখে গেছেন।  

মুহিবুর রহমানের জানাযার নামাজ শনিবার বাদ এশা সিলেট শাহজালাল দরগাহ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে দরগাহ মাজার কবরস্থানে মরদেহ দাফন করা হবে।  

এদিকে সিটি করপোরেশনের সাবেক সচিব মুহিবুর রহমানের মৃত্যুর খবর শুনে মরহুমের বাসায় যান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলরদের অনেকে। তারা মরহুমের পরিবারকে সান্তনা দেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।  

সিসিক মেয়রের শোক: সিসিকের প্রাক্তন সচিব মো. মুহিবুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।  

এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।