ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
গোপালগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার গ্রেফতার শরিফুল ইসলাম ওরফে সজিব সরদার

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী বাজার থেকে ৫০০ পিস ইয়াবাসহ শরিফুল ইসলাম ওরফে সজিব সরদার (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

  শরিফুল একই উপজেলার উলপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামের মৃত রফিক সরদারের ছেলে।  

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বৌলতলী বাজার থেকে ৫০০ পিচ ইয়াবাসহ মাদকবিক্রেতা শরিফুলকে গ্রেফতার করা হয়। শনিবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

গোপালগঞ্জ পুলিশ সুপার (এসপি) আয়েশা সিদ্দিকা বাংলানিউজকে বলেন, মাদকের ব্যাপারে কোনো ছাড় হবে না। এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। গোপালগঞ্জ থেকে মাদক নির্মূল করতে যা যা করণীয় তাই-ই করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।