ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কোনাবাড়িতে আগুনে পুড়লো শতাধিক বসতঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, মার্চ ১, ২০২১
কোনাবাড়িতে আগুনে পুড়লো শতাধিক বসতঘর

গাজীপুর: গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ৮টি কলোনির দুই শতাধিক বসতঘর।

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হুমায়ুন মিয়ার কলোনি থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের কলোনিতে ছড়িয়ে পড়ে।

আগুনে অন্তত ৮ কলোনির দুই শতাধিক বসতঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের কোনাবাড়ি বাইমাইল এলাকার সফিকুল ইসলামের জমি ভাড়া নিয়ে পাশপাশি কমপক্ষে ২০টি টিনশেড কলোনি তৈরি গড়ে ওঠে। রাত ৮টার দিকে হুমায়ুন কবিরের কলোনি থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের ৮টি কলোনিতে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা স্টান্ডার্ড নিটওয়্যার কারখানা থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘণ্টা চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বাংলাদেশ সময়: ০৬২৯ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।