ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মডেল পৌরসভা গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন মেয়র আহম্মেদ আলী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, মার্চ ১, ২০২১
মডেল পৌরসভা গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন মেয়র আহম্মেদ আলী

মেহেরপুর: একটি মডেল ও দৃষ্টিনন্দন পৌরসভা গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন গাংনী পৌরসভার নবনির্বাচিত মেয়র আহম্মেদ আলী।
 
রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে গাংনী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত মেয়র আহম্মেদ আলী ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আছেল উদ্দিন, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাফিজুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত মেয়র আহম্মেদ আলীকে সংবর্ধনা ও কাউন্সিলরদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন, সাংবাদিক হারুন অর রশিদ রবি, আবুল কাশেম অনুরাগী, সাহাজুল সাজু, এমএ লিংকন।

বাংলাদেশ সময়: ০৮০৪ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।