ঢাকা: কারাগারে থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় বিদেশিদের দেওয়া বিবৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্র সফর শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
সোমবার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মিডিয়ায় অন্য দেশের লোকজন কেন মাতব্বরি করবে। এ ধরনের নুইসেন্সের পাবলিসিটি দেওয়া আমাদের বন্ধ করে দেওয়া উচিত।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অনেক লোক জেলে মারা যায়। তাদের নিয়ে সেখানে কেউ উদ্বেগ প্রকাশ করেন না। কিন্তু আমাদের দেশে একজন মারা গেলেই বিদেশীরা উদ্বেগ প্রকাশ করেন। এটা তাজ্জব।
লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় ঢাকার ১৩টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার উদ্বেগ প্রকাশ করে ঘটনার তদন্ত দাবি করেছেন। এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তিনদিনে যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার ঢাকায় ফিরেছেন।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
টিআর/ওএইচ/