ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, মার্চ ২, ২০২১
সাভারে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

ঢাকা: ঢাকার সাভার এলাকা থেকে অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।  

আটকরা হলেন, মো. আলিফ ইসলাম (৩৮), মো. নুরুজ্জামান মোল্লা (৪২), কে এম ডেল্টা রহমান ওরফে সোহাগ (২৭) ও তাবাসুম তানজিন তৃষা (২৬)।

সোমবার (১ মার্চ) বিকালে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (এএসপি) মো. আবদুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে সাভার থানার তেতুলজোড়া এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। অভিযানে তল্লাশীর সময় ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ম্যাগাজিন, দুটি চাকু, একটি চাইনিজ কুড়াল, দুটি প্রাইভেটকার, একটি মোটর সাইকেল ও পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।  

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা (আসামিরা) মাঝে-মাঝে ঢাকা আরিচা মহাসড়কে বিভিন্ন স্থানে বাস, ট্রাক থামিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা ও অলংকারসহ মূল্যবান জিনিসপত্র কেড়ে নিত। অনেক সময়ে প্রাইভেটকার ও মোটর সাইকেল ছিনতাই করত। এছাড়াও আসামিরা পুলিশের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে ডাকাতি করত।  

আসামিদের বিরুদ্ধে সাভার থানায় মামলা প্রক্রীয়াধীন আছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
এমএমআই/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।