হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দত্তপাড়ায় এক নারীকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল মন্তব্যের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার পাঁচ যুবকের তিনজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ ও একজনের বিরুদ্ধে একদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
সিআইডি’র আবেদনের পর সোমবার (০১ মার্চ) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কারাগারে থাকা পাঁচ আসামির রিমান্ড শুনানি হয়।
আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি নবীগঞ্জের দত্তপাড়ার বাসিন্দা এক নারীকে জড়িয়ে ওই সাতজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল প্রচারণা করেন। ওই নারীর স্বামী প্রবাসে। এ অপপ্রচারে তিনি সামাজিকভাবে অপমানের শিকার হয়েছেন। সংসারেও কলহ সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী নারী আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছিলেন।
মামলার পাঁচ আসামী গত ১৫ ফেব্রুয়ারি হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামালের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তা নামঞ্জুর করেন। এরা হলেন, নবীগঞ্জ উপজেলার দত্তগ্রাম শেখপাড়ার ছানু মিয়ার ছেলে এনামুল হোসেন, একই গ্রামের আলকাছ মিয়ার ছেলে সাইফুর রহমান, কামরুল ইসলামের ছেলে ফয়জুল ইসলাম, উছমান আলীর ছেলে তাহের আহমেদ ও শাহ হোসেন আলীর ছেলে শাহ শাহরিয়ার আহমেদ।
বাদীপক্ষে আইনজীবী ছিলেন নির্মল ভট্টাচার্য্য রিংকু এবং আসামীপক্ষে মো. আলমগীর চৌধুরী। মামলায় মোট আসামি সাতজন। বাকি দুইজন প্রবাসে পলাতক।
বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
এমকেআর