ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চলন্ত অবস্থায় হঠাৎ আগুন, নিমিষেই পুড়ে গেল প্রাইভেটকার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, মার্চ ২, ২০২১
চলন্ত অবস্থায় হঠাৎ আগুন, নিমিষেই পুড়ে গেল প্রাইভেটকার

সাভার (ঢাকা): সাভারে চলন্ত অবস্থায় যান্ত্রিক ত্রুটি থেকে হটাৎ আগুন লেগে নিমিষেই পুড়ে গেছে একটি প্রাইভেটকার।

সোমবার (০১ মার্চ) রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে একটি চলন্ত প্রাইভেটকারে হঠাৎ আগুন লেগে যায়। পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। তবে তত সময়ে পুড়ে যায় পুরো প্রাইভেটকারটি। এই ঘটনায় কোন হতাহত না হলেও আগুনের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে প্রায় ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থেকে সৃষ্টি হয় যানজটের।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরাদ হোসেন বলেন, আমরা ধারণা করছি এসির কমপ্রেসার ওভার হিট হয়ে প্রাইভেটকারটিতে আগুন লেগে যায়। প্রাইভেটকারটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ০৬২৮ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।