মেহেরপুর: ২৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার (১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কাজীপুর গ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশের আভিযানিক দলটি।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) অজয় কুমার কুণ্ডুর নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবীব, এএসআই জসিমসহ পুলিশের একটি টিম অভিযানে অংশ নেন।
আটক মাদক কারবারিরা হলেন, গাংনী উপজেলার কামদেবপুর গ্রামের আলামিন হোসেনের ছেলে জুল হোসেন ওরফে জুয়েল (২৫) ও ফতেহপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকার তোয়াক্কেল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) অজয কুমার কুন্ডু জানান, তারা সীমান্তবর্তী কাজীপুর থেকে ফেনসিডিলগুলো নিয়ে অপেক্ষা করছিলেন। গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশের টিমটি অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছে থাকা ব্যাগের মধ্য থেকে ফেনসিডিলগুলো জব্দ হয়।
মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
এমকেআর