ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মার্চ ২, ২০২১
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২ মার্চ) সকালে উপজেলার শালবাহান ইউনিয়নের গ্রীণ কেয়ার নামে এক চা কারখানায় এ দুঘটনা ঘটে।

 

শাকিল পঞ্চগড় জেলা শহরের মসজিদ পাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে। এবং সে পেশায় একজন রংমিস্ত্রি।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রীণ কেয়ার চা কারখানায় রংমিস্ত্রির কাজ করছিলো শাকিল। এক সময় রঙ করার জন্য কারখানার উপরে উঠলে সেখান দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের তারের সঙ্গে তার মাথা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারে আটকে যায় সে। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. হারুন অর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।  

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।