ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে গাছ পড়ে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২, ২০২১
আদিতমারীতে গাছ পড়ে যুবক নিহত

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গাছ কাটতে গিয়ে গাছ পড়ে বাবু মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ মার্চ) সকাল ১১টায় উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি কলতারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে।

পলাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আসাদুল হক আসাদ বাংলানিউজকে জানান, সকালে নিজ  বাড়ির একটি গাছ কাটছিলেন তিনি। এ সময় হঠাৎ গাছ তার শরীরের পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।