ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক সুরক্ষায় ১৪ দফা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মার্চ ২, ২০২১
সাংবাদিক সুরক্ষায় ১৪ দফা দাবি সাংবাদিক সুরক্ষায় ১৪ দফা দাবি। ছবি: বাংলানিউজ

ঢাকা: সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

মঙ্গলবার (২ মার্চ) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে দেশব্যাপী কলম বিরতি পালনকালে এসব দাবি জানান বক্তারা।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর তার বক্তব্যে বলেন, সারাদেশের সাংবাদিকদের স্বার্থে দাবি ও মর্যাদা আদায়ে আমরা মাঠে আছি। দেশের স্বাধীনতার ৫০ বছর সময়কালে সাংবাদিক সমাজ ও সাংবাদিকরা অবক্ষিত একটি জায়গায় পরিণত হয়েছে। একে সুরক্ষা দিতে হলে সরকারকে দ্রুত ভাবতে হবে। সাংবাদিকরা চাচ্ছে কি? সরকারের কাছে বেতন চাচ্ছি না, ভাতা চাচ্ছি না, শুধু আমাদের মর্যাদা চাচ্ছি। সাংবাদিকদের তালিকা প্রণয়ন চাচ্ছি। অশিক্ষিত, কুশিক্ষিত সাংবাদিকরা যেন এ পেশায় প্রবেশ না করতে পারে এজন্য আমরা সাংবাদিকদের নিয়ম নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে।  

তিনি আরও বলেন, আমরা এই দীর্ঘ সময় বহু ঘটনা দেখেছি। সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের ব্যতিত করে। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়।  

দাবি গুলো হল- সরকার কর্তৃক সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত প্রণয়ন করে আইডি নাম্বার প্রদান করতে হবে। সরকার ও গণমাধ্যম কর্তৃক দ্রুত সাংবাদিক নিয়ােগ নীতিমালা প্রণয়ন করতে হবে। সাংবাদিক নির্যাতন বন্ধে যুগােপযােগী আইন প্রণয়ন করতে হবে। ষষ্ঠ থেকে উচ্চতর ক্লাস সমূহের পাঠ্যবইয়ে গণমাধ্যম বিষয়ক একটি অধ্যায় অন্তর্ভুক্ত করতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহের পিআরও পদে প্রকৃত সাংবাদিকদের নিয়ােগ করতে হবে। পেশাগত কাজে সাংবাদিক নির্যাতনের শিকার ও হামলা-মামলার ব্যয়ভার সংশ্লিষ্ট গণমাধ্যমকে বহন করতে হবে। তালিকাভুক্ত সাংবাদিককে সরকার কর্তৃক মাসিক ভাতা প্রদান করতে হবে। হরতাল ও অবরােধ চলাকালে সাংবাদিক ও সংবাদপত্র বহনকারী যানবাহন আওতামুক্ত রাখতে হবে। প্রতিটি গণমাধ্যমে সাংবাদিকদের অনুকুলে কল্যাণ ফান্ড গঠন করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন সংশােধন ও তদন্তে দোষী প্রমাণিত হওয়ার আগে কোন সাংবাদিককে পুলিশ গ্রেফতার করতে পারবে না।

সাংবাদিকের বিরুদ্ধে অভিযােগ/মামলা করলে বাংলাদেশ প্রেস কাউন্সিলে দায়ের করতে হবে। বিটিভি, বাসস ও বাংলাদেশ বেতারে উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করতে হবে। জাতীয় ও স্থানীয় পত্রিকাগুলােকে সরকার কর্তৃক পূর্বের ন্যায় প্রয়ােজনীয় কাগজ বরাদ্দ দিতে হবে। জেলা ও উপজেলা প্রতিনিধিদের সরকার ঘোষিত ওয়েজ বাের্ড অনুযায়ী বেতন-ভাতা প্রদান করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন, ড. সাজ্জাদ চিশতী, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এমএ আকরাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
এমএমআই/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।