ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

লাউয়াছড়া এলাকা থেকে জঙ্গী সন্দেহে আটক ১

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মার্চ ২, ২০২১
লাউয়াছড়া এলাকা থেকে জঙ্গী সন্দেহে আটক ১

মৌলভীবাজার: কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া এলাকা থেকে জঙ্গী সন্দেহে একটি দেশীয় রিভলবার ও জিহাদী বইসহ কামরুজ্জামান নামে এক ব্যাক্তিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

মঙ্গলবার (২ মার্চ) দুপুরে জঙ্গী সন্দেহে আটক ওই ব্যাক্তিকে আদালতে হাজির করা হয়েছে।

কামরুজ্জামান সে ঝিনাইদহের শৈলকুপা এলাকার উম্মত আলী মণ্ডলের ছেলে।

র‍্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আফসান আল আলম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ মার্চ) গভীর রাতে লাউয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে জঙ্গী সন্দেহে কামরুজ্জামানকে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় রিভলবার ও ২৬টি জিহাদী বই উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বাংলানিউজকে বলেন, মঙ্গলবার কামরুজ্জামানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।