ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট চেম্বারের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২১
সিলেট চেম্বারের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আর নেই

সিলেট: সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ও এফবিসিসিআই'র সাবেক পরিচালক সালাহ উদ্দিন আলী আহমদ আর নেই।

বুধবার (০৩ মার্চ) সকাল ৭টায় নগরের দরগাহ গেট সংলগ্ন নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সিলেট চেম্বার অব কমার্সের বর্তমান সভাপতি আবু তাহের মো. শোয়েব বাংলানিউজকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বাদ আসর হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাছাড়া সিলেট চেম্বারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী দেওয়া হবে।

জানা গেছে, মো. সালাহ উদ্দিন আলী আহমদ একজন সফল ব্যবসায়ী। নগরের দরগাহ গেটের হোটেল স্ট্যার প্যাসিফিকের পরিচালক, আমদানি-রফতানি কারক প্রতিষ্ঠান ছাড়াও ঢাকা, সিলেট ও চট্টগ্রামে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।  তাছাড়া তার সহোদররাও ব্যবসায় স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
এনইউ/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।