ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় ট্রাক্টর উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২১
আলমডাঙ্গায় ট্রাক্টর উল্টে চালক নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাক্টর উল্টে এর চালক রাশিদুল ইসলাম (২৪) নিহত হয়েছেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) ভোরে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ পশুর হাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

 
নিহত ট্রাক্টরচালক রাশিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার উজিরপুর মাঠপাড়ার মৃত মাদার আলীর ছেলে।  

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, ভোর ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মিনহাজ উদ্দিনের পুকুর থেকে ট্রাক্টরে মাটি বোঝাই করে মুন্সিগঞ্জের একটি ইটভাটায় নিয়ে যাচ্ছিলেন রাশিদুল। এসময় মুন্সিগঞ্জ পশুর হাটের কাছে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে রাশিদুল ওই ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ট্রাক্টর চালানোর সময় ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।