ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মার্চ ৩, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে জমি-জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মুজিবর রহমান নামে একজন নিহত হয়েছেন।

বুধবার (০৩ মার্চ) সকালে হরিপুর এলাকার পেট্রোল পাম্পের পাশে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সদর উপজেলার হরিপুর এলাকার মৃত নজরুল ইসলামের (ননী) ছেলে।  

পুলিশ সূত্রে জানা যায়, নিহত মজিবুর রহমানের সঙ্গে প্রতিপক্ষ হরিপুর এলাকার মৃত তোসলিম উদ্দিনের ছেলে মোশারফের সঙ্গে দীর্ঘদিন থেকে জমি জায়গা নিয়ে বিরোধ চলছিল। সকাল ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন কয়েকজন শ্রমিক নিয়ে ওই জমিতে মাটি কাটছিলো। এ সময় মাটি কাটা নিয়ে দুইগ্রুপের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোশারোফ নিহত মজিবুরকে ধাক্কা দিলে গর্তে পড়ে যায়। সেখানেই অজ্ঞান হয়ে যান মজিবুর। তাৎক্ষণিকভাবে তাকে পরিবারের লোকজন সদর আধুনিক মডেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদেন্তর জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।