ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

এইচটি ইমামের শারীরিক অবস্থার অবনতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ৩, ২০২১
এইচটি ইমামের শারীরিক অবস্থার অবনতি এইচ টি ইমাম

ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এইচ টি ইমাম গুরুতর অসুস্থ। বেশ কিছু দিন ধরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।

এইচ টি ইমামের ব্যক্তিগত সহকারী আবু বকর সিদ্দিকী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে আওয়ামী লীগের একটি সূত্র জানায়, মঙ্গলবার (০২ মার্চ) থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বর্তমানে তার অবস্থা গুরুতর।

এ বিষয়ে জানতে চাওয়া হলে আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবীর কাউসার বাংলানিউজকে বলেন, তিনি কিছু দিন ধরে সিএমএইচে ভর্তি। মঙ্গলবার থেকে ওনার শরীরিক অবস্থা আরও খারাপ হয়।

এইচ টি ইমাম কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। ৭ ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ৩, ২০২১
এসকে/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।