ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ট্রাকচাপায় স্ত্রী নিহত, স্বামী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, মার্চ ৩, ২০২১
খুলনায় ট্রাকচাপায় স্ত্রী নিহত, স্বামী আহত

খুলনা: খুলনার ফুলতলায় ট্রাকচাপায় সাথী বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার স্বামী আশরাফুল মল্লিক গুরুতর আহত হয়েছেন।

তারা ফুলতলার দামোদার গ্রামের বাসিন্দা।  

বুধবার (৩ মার্চ) দুপুর ২টার দিকে খুলনা-যশোর মহাসড়কের গফুর ক্লিনিকের সামনে এ দুর্ঘটনায় ঘটে।

আহত আশরাফুল মল্লিক আরএফএল কোম্পানিতে গাড়িচালক হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, নিহত সাথী বেগম ও তার স্বামী একসঙ্গে সাথী বেগমের অসুস্থ বোনকে দেখার জন্য এ গফুর ক্লিনিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় যশোর থেকে খুলনাগামী বালু বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে (সাথী বেগম) চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাথী বেগম মারা যান।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার বলেন, এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।