ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীর ৪ আবাসিক হোটেলে অভিযান, ২০ নারীসহ আটক ৩৭

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
রাজশাহীর ৪ আবাসিক হোটেলে অভিযান, ২০ নারীসহ আটক ৩৭ আটকদের মধ্যে কয়েকজন। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী মহানগরীর চারটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ২০ জন নারীসহ ৩৭ জনকে আটক করা হয়েছে।

বুধবার (৩ মার্চ) রাত ১০টার দিকে মহানগরীর সাহেববাজার এলাকায় সূর্যমুখী, পদ্মা, সুরমা ও আত্রাই নামের চারটি হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান পরিচালনা করে।

রাজশাহী মহানগর ডিবি পুলিশের সহকারী কমিশনার রাকিবুল ইসলাম রাতেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহানগরীর এই আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কর্মকাণ্ড চলতো। গোপন সংবাদের ভিত্তিতে হোটেলগুলোতে অভিযান চালানো হয়। এ সময় চার হোটেল থেকে ২০ জন যৌন কর্মীকে আটক করা হয়।

এছাড়া হোটেল চারটির ম্যানেজার, কর্মচারী, খদ্দেরসহ আরও ১৭ জনকে আটক করা হয়। এরপর তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তাদের বোয়ালিয়া থানায় সোপর্দ করার পর এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান মহানগর ডিবি পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০২১
এসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।